শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা ভাঙচুর ও লুটের অভিযোগ

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেল সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মধ্য মহিষার গ্রামের সউদি প্রবাসী বিল্লাল ঢালীর ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী বিল্লাল ঢালীর স্ত্রী পারভিন আক্তার জানান, গত বুধবার বেলা ৩টার দিকে একই গ্রামের সাত্তার ঢালী ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে তার ঘরে হামলা চালায়। এ সময় তার প্রবাসী স্বামী বিল্লাল ঢালীকে খুঁজতে থাকে। সে পালিয়ে আত্মরক্ষা করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও স্টীলের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে বেদম প্রহার করে। সংবাদ পেয়ে ভেদরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসার পরেও সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। এদিকে আমার স্বামী প্রাণ বাঁচাতে ছুটি শেষ না হতেই গত শুক্রবার একরকম পালিয়ে তার কর্মস্থল সউদি আরবে চলে গেছেন। ফলে একা বাড়ি পেয়ে সন্ত্রাসী বার বার আমাকে হুমকি দিচ্ছে। প্রতিবেশী আলী আজগর জানান, দিন দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখন আবার সন্ত্রাসীরা বিভিন্নভাবে পরিবারটিকে হুমকি দিচ্ছে। বাড়ী গিয়ে অভিযুক্ত সাত্তার ঢালীকে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন