বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সারাদেশে নদী ভাঙনে ঝুঁকিপুর্ন এলাকাগুলো রক্ষায় দ্রুত কাজ চলছে-পানি সম্পদ উপমন্ত্রী

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ১:৫০ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বর্ষার আগেই ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এই লকডাউনের মধ্যেও পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ বছর পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় হাওড় অঞ্চলের কৃষক সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পেরেছে। কৃষকের মুখে হাসি ফুটেছে।’

রবিবার সকাল ১০টার শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপমন্ত্রী সারাদেশের নদী ভাঙন প্রবণ এলাকার কাজের উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী ভাঙন রোধে স্বাস্থ্যবিধি মেনে করোনা দুর্যোগের পূর্বে থেকে শুরু হওয়া কাজ যথারীতি চলমান রয়েছে। সারাদেশে স্থায়ী প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশে নদী ভাঙনের সমস্যা আর থাকবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টাপ্লান বাস্তবায়িত হলে দেশে কোন ধরনের ভাঙনের সমস্যা থাকবে না।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সাইফুল সরদার ১৬ মে, ২০২১, ১০:১১ পিএম says : 0
মাদারীপুর পাচখোলা জাজিরা সরদার কান্দি ৪০০ পরিবার আর একটা সরকারি মাদ্রাসা আর মসজিদ নদি থেকে ১০ হাত ধুরে এই নদী প্রায় ১০০ পরিবার তার নিজ ভিটা মাটি নদীর জন্য হারাইছে খুব সমস্যার মাঝে আছে এই পরিবার গুলা কই যাবে কি করবে
Total Reply(0)
Md sobuj Hossain ১৮ মে, ২০২১, ১০:০৩ পিএম says : 0
তা হলে আমরা কি দেশের বাহিরে,, আমাদের বসতভিটে বিলীন হয়ে যাচ্ছ,
Total Reply(0)
মোঃ রবিউল শিকদার ১৯ মে, ২০২১, ১১:১৯ পিএম says : 0
চট্টগ্রাম থানা, ফটিকছড়ি উপজেলার,১০নং সুন্দরপুর ইউনিয়ন-০৯নং ওয়ার্ডে প্রায় ২ কি.মি. এলাকা বাদ দিয়ে বেড়ীবাঁধ করা হয়েছে। ২ কি.মি. এলাকায় ৪০০ পরিবারের কাছাকাছি ১ টা মসজিদ, ১ টা হেফজখানা,১ টা মন্দির, ১ টা কেন্দ্রীয় কবরস্থান, ২ টা শ্মশান এবং কৃষিজমি বেড়ীবাঁধের বাইরে রাখা হয়েছে, এলাকার মানুষের হতাশায় ভোঁগছে। সুদৃষ্টি কামনা করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন