মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরা বারের সাবেক সভাপতি এডভোকেট এম শাহ আলম গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৫:০৯ পিএম

সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এম শাহ আলম গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেন। রোববার (১৬ মে) বেলা আড়াইটার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানায় এডভোকেট এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা রয়েছে। মামলা নম্বর-জিআর ২৯৩/২১ ও জিআর ৩২৪/২১। একটি মামলার বাদী জজকোর্টের বর্তমান পিপি এডভোকেট আব্দুল লতিফ। আরেকটি মামলার বাদী শিক্ষানবীশ আইনজীবি মোঃ লিয়াকত আলী। এছাড়া, সাতক্ষীরা দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। মামলা নম্বর ৬/২১, ৭/২১ ও ৮/২১। এই মামলাগুলো পিবিআই তদন্ত করছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এড এম শাহ আলমকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন