শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদাবাজ সন্ত্রাসীর হুমকিতে মানবেতর জীবন

সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

গাইবান্ধা সমবায় ব্যাংক লিঃ-এর সাবেক পরিচালক সুন্দরগঞ্জের মন্মথ নগর কাঠগড়া গ্রামের নিরীহ অসহায় রওশন আলম এলাকার কুখ্যাত পলাশ বাহিনীর চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা, হত্যার হুমকি, মারপিট, পরিবার-পরিজনকে নির্যাতন, জমির ফসল পরিবহনের রাস্তা বন্ধসহ নানা হয়রানী, নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও তার ১৩ বছরের মেয়ে সিনথিয়া তাবাসুম রিশা ও নাতি বাড়ির পাশে ব্রিজে বেড়াতে গেলে সন্ত্রাসী পলাশ বাহিনীর হোতা পলাশ ও মমতাজ বেগম তাদেরকে এসিড হামলার হুমকি দেয়। এব্যাপারে আদালতে একাধিক মামলা দায়ের এবং পুলিশ সুপার, সুন্দরগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও কোন প্রতিকার পায়নি সে। সন্ত্রাসীদের ভয়ে সে বাড়ি থেকে কোথাও চলাচল করতে পারে না। গতকাল সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রওশন আলম প্রধানমন্ত্রীসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তার কাছে বিষয়টি তদন্তপূর্বক সন্ত্রাসী পলাশ বাহিনীর হাত থেকে নিজের এবং পরিবারের জীবন রক্ষা, জমির কৃষি ফসল পরিবহন ও জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়ার দাবি জানায়। সেইসাথে অবিলম্বে নিলাম ডাকে প্যাকেজের মাধ্যমে ক্রয়কৃত ৫ একর জমির ওপর সংরক্ষিত সরকারি বালু অপসারণের রাস্তা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কর্তৃক বোল্ডার দ্বারা বন্ধ করার পায়তারা করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। পাশাপাশি আদালতে দায়েরকৃত মামলার সাক্ষীদেরও হুমকি প্রদর্শন করছে সন্ত্রাসীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন