শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুরাদনগরে খেলার মাঠে ড্রেজার : বিক্ষোভ

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের কেয়ট গ্রামের সরকারি খেলার মাঠে অবৈধ ড্রেজার বসিয়ে লাখ লাখ টাকার মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ ড্রেজার বন্ধ, খেলার মাঠ রক্ষা ও পানি নিস্কাশন পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে গত সোমবার বিকেলে ওই মাঠে শত শত এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা বিষয়টির ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সমাজ সেবক এম এ মান্নান মাস্টার, ব্যবসায়ী এবিএম ছিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এম এ মোমিন, নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাকিল মিয়া ও প্রবাসী গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, উক্ত খেলার মাঠ উন্নয়নের জন্য স্থানীয় এমপি সম্প্রতি ৩ লাখ টাকা বরাদ্ধ দেন। ওই সময় সামান্য মাটি কেটে বাস্তবায়নকারীরা লুটপাট করায় মাঠের কোন উন্নতি হয়নি। ফলে মাঠটি জনসাধারণের কোন প্রকার উপকারে আসেনি। ইতোমধ্যে পাশের আশ্রায়ন প্রকল্প উন্নয়নের নামে উক্ত মাঠে সম্প্রতি ড্রেজার বসিয়ে বিভিন্নস্থানে লাখ লাখ টাকার মাটি বিক্রি করছে। এতে করে মাঠের যেমন অতিত্ব বিলীন হচ্ছে, তেমনি কেউট গ্রামের প্রধান সড়ক হুমকির মুখে রয়েছে। এছাড়াও দু’টি সরকারি খালের মুখ বন্ধ করায় ৪০/৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত দু’টি কালভার্টও কৃষকদের কোন কাজে আসবে না। ফলে ওই মাঠের শত বিঘা কৃষি জমির পানি নিস্কাশন বন্ধ করায় পানিবদ্ধতার আশংকা করা হচ্ছে। বিষয়টির ব্যাপারে ইউএনও’র নিকট গত ২২ ফেব্রুয়ারি অভিযোগ করার পরও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ফল হয়নি। বক্তারা অবৈধ ড্রেজার বন্ধ, খেলার মাঠ রক্ষা ও পানি নিস্কাশন পূর্বের ন্যায় বহাল রাখার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ দৈনিক ইনকিলাবকে বলেন, বিক্ষোভকারীদের অভিযোগ নিয়ে আসতে বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখব। এ বিষয়ে পূর্বে কেউ অভিযোগ করেনি বলে জানান।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দৈনিক ইনকিলাবকে বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন