পটুয়াখালীর বাউফলে মোসাঃ জান্নাতুল ফেরদৌস(১৯) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই ছাত্রী উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের মোঃ নূরুল হক হওলাদারের একমাত্র মেয়ে ও কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রী কলেজর ছাত্রী। এ ঘটনায় আজ শনিবার দুপুরে নিখোঁজ ওই ছাত্রীর বাবা নূরুল হক বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী (নম্বর-১৪০৯)করেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কেনকাটা করার জন্য কাছিপাড়া বাজারে যায় জান্নাত। এরপর আর বাড়ী ফেরেনি সে। বিভিন্ন স্থানে কোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। জান্নাতের গায়ের রং কালো। মুখ মন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ উঞ্চি, পরনে সালয়ার কামিজ, মাথার চুল কালো লম্বা, পটুয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ওই মেয়ের সঙ্গে একই বাড়ী চাচাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিলো। অভিবাবকরা এ সম্পর্ক মেনে না নেয়ায় মেয়ে ওই ছেলের সাথে চলে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন