মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জন্মদিনে বায়োপিকের ঘোষণা দিলেন শের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

গত বৃহস্পতিবার পঁচাত্তরে পা দিলেন গায়িকা অভিনেত্রী শের। আর এই দিনেই তিনি টুইট করে তার জীবনী চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। তার টুইট, ‘ঠিক আছে, ইউনিভার্সাল আমার বায়োপিক নির্মাণ করছে প্রযোজনা করছে আমার দুই বন্ধু জুডি ক্রেমার আর গ্যারি গেটজম্যান। তারাই ‘মামা মিয়া’র দুই পর্ব নির্মাণ করেছেন, আমার দীর্ঘদিনের বন্ধু আর অস্কার বিজয়ী এরিক রথ চিত্রনাট্য লিখবেন।’ চলচ্চিত্রটির নাম এখনও নির্ধারিত হয়নি। ক্রেমার আর গেটজম্যানের সঙ্গে শের নিজেও প্রযোজনায় থাকবেন। শেরের টুইটে উল্লেখিত রথ ‘ফরেস্ট গাম্প’ ফিল্মের চিত্রনাট্য লিখে ১৯৯৫ সালে অস্কার জয় করেন। তিনিই লেডি গাগা এবং ব্র্যাডলি কুপার অভিনীত ২০১৮’র ‘এ স্টার ইজ বর্ন’-এর চিত্রনাট্য লিখেছেন। রথ আর শের এর আগে ১৯৮৭ সালের ‘সাসপেক্ট’ ফিল্মে একসঙ্গে কাজ করেছেন। শুধু একটি টোনি পেলেই শের ইজিওটি (এমি, গ্র্যামি, অস্কার, টোনি বিজয়ী) মর্যাদা লাভ করবেন। তিনি ২০০৩ সালে এমি, ২০০০ সালে গ্র্যামি এবং ১৯৮৮তে অস্কার জয় (শ্রেষ্ঠ অভিনেত্রী) জয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন