সাতকানিয়ার কাঞ্চনায় পূর্ব বিরোধ ও ত্রাণ তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ইউপি মেম্বারের ছেলে জসিমকে হত্যার প্রধান আসামি খলিলুর রহমান প্রকাশ খইল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর থেকে আসামিরা বান্দরবান, চট্টগ্রামের বায়োজিদ, রাঙামাটির রিজার্ভ বাজার, চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় দ্রুত স্থান বদল করছিল। এ প্রসঙ্গে সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি জাকারিয়া রহমান জিকু জানান, গত শুক্রবার দিনগত রাতে খাগরিয়া এলাকায় অভিযান চালিয়ে কসাই খলিলকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন