শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ক্ষুদ্র নৃগোষ্ঠীকে গরু বিতরণ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

জয়পুরহাটে সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসব্রিড বকনা গরু, খাদ্য ও গরুর সেড তৈরির উপকরণ টিন, খুঁটি ও ইট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, প্রাণিসম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক ডা. আনোয়ার সাদাত, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। অনুষ্ঠানে তিরানব্বই জন সুফলভোগীদের মাঝে একটি করে বকনা গরু, গরুর সেড তৈরির জন্য পাঁচটি করে ঢেউটিন, ইট ও ১২৫ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন