মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ১৪

নবীগঞ্জ (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০১ এএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুটবল খেলায় মারধরের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের ফুটবল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে ও নিহত দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সাথে একই গ্রামের আকল মিয়ার ছেলে নবেল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। রোববার রাতে ১০টার দিকে কালাভরপুর গ্রামের সারং বাজারে ইসলাম উদ্দিনের বড় ভাই নিহত দেলোয়ার ও নবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমান ও তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দেলোয়ার মিয়া ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কালাম মিয়া, আব্দুল হামিদ, আব্দুল বাসিত, রিপন মিয়া, আব্দুল মমিন, সুমন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন