নাটোরের লালপুর উপজেলার পুরাতন পুকুর সংস্কার করতে গিয়ে ১৪৫ কেজি ওজনের একটি পুরাতন পাথরের মূর্তি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চামটিয়া গ্রামের স্থানীয় হোমিও চিকিৎসক মুক্তার হোসেনের পুকুরের মাটি খননের সময় ১৪৫ কেজি ওজনের মূর্তিটি পাওয়া যায়।
পুকুরের মালিক মুক্তার হোসেন জানান, আমাদের পুরাতন পুকুরের তলা সমান করার সময় ওই মূর্তি পাওয়া গেলে আমরা পুলিশকে জানাই। তারা মূর্তি উদ্ধার করে উপজেলা প্রশাসনে জমা দেয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আকতার জানান, খবর পেয়ে ১৪৫ কেজি ওজনেরর মূর্তিটি উদ্ধার করে নাটোর জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। তবে, মূর্তিটি প্রাচীন পাথরের বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন