সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রিটিশ আমলের পিলার দিয়ে প্রতারণা গ্রেফতার ৩

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

আমতলী উপজেলারয় ব্রিটিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব কায়দায় প্রতারনা করার অভিযোগে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রত্যারক চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করে আমতলী থানা পুলিশের কাছে দিয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোনাউটা গ্রামের মৃত আনিস ফকিরের পুত্র মুছা ফকির তার পরিত্যক্ত বাড়িতে বসে কতিপয় ব্যক্তিদের কাছে কথিত ব্রিটিশ আমলের সীমানা পিলার ক্রয়-বিক্রয় করছে। গতকাল দুপুরে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব ফরহানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তালতলী উপজেলার পঞ্চাকোড়ালিয়া গ্রামের মৃত আ. মালেক প্যাদার পুত্র মো. আল আমিন প্যাদা (২৭), আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত আইজ উদ্দিন মোল্লার পুত্র নূও আলম মোল্লা (৬৫) ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আজাহার হাওলাদারের পুত্র মো. জামাল হাওলাদারকে (৪৫) আটক করে বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে বৃটিশ আমলের ম্যাগনেটিক (নকল) পিলার ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব ফরহান বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে পিলার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে ‘১৮১৮’। আসলে এটি একটি ধাতবদ্রব্য মাত্র যার কোন ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খুইয়েছেন এবং সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ। উদ্ধারকৃত আলামতসহ আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় মামলা করে। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, র‌্যাব আটক-৩ প্রতারককে আলামতসহ থানায় হস্তান্তর করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন