জামালপুরের সরিষাবাড়িতে গতকাল মঙ্গলবার দুপুরে ৪ ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ড্রাগ সুপার গৌরী রানী বসাক, সরিষাবাড়ি ফর্মেসি এসোসিয়েশনের সভাপতি রবিউল কবীর উজ্জল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ থানা পুলিশের কয়েকজন অফিসার। জেলার সর্বাধিক পরিচিত ও আলোচিত উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ জানান, এ উপজেলায় আমি যতদিন আছি ততদিন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন