বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম দেশগুলিকে মদিনা সনদ অনুসরণের আহ্বান ইমরান খানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৭:০৩ পিএম

হযরত মোহাম্মদ (সাঃ) কর্তৃক প্রবর্তিত মদীনা সনদের মূল নীতি অনুসরণ করার জন্য মুসলিম দেশগুলিকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার মরক্কোর রাবাতে ‘সভ্যতায় নবী করিম (সাঃ) এর অবদান’ নিয়ে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান তিনি।

সভায় দার্শনিক ও পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের বরাত দিয়ে ইমরান খান বলেন, ইতিহাসে যখনই মদিনা সনদে পুরানো নীতিগুলিতে ফিরে এসেছে, তখনই মুসলমানরা খ্যাতি অর্জন করেছে। পাকিস্তানের মূলনীতি আইনের শাসন, যোগ্যতা এবং মমত্ববোধের ভিত্তিতে উল্লেখ করে তিনি বলেন, ‘মহানবী (সাঃ) মানবজাতির ইতিহাসে প্রথম কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্র দরিদ্র, এতিম, বিধবা ও প্রবীণদের সহ সমাজের দুর্বল অংশগুলির জন্য দায়িত্ব গ্রহণ করেছিল।’

প্রধানমন্ত্রী ইমরান বলেন যে, মহানবীর (সাঃ) সেই অনন্য রাষ্ট্রটি শক্তিশালীকে আইনের শাসনের আওতায় এনেছে। সভ্য রাষ্ট্রগুলিকে অন্যদের থেকে আলাদা করার জন্য এটিই মূল উপাদান বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি চীনের উদাহরণ তুলে ধরে বলেন, ‘এই উত্থানশীল শক্তি মন্ত্রি-পর্যায়ের লোকদের আইনের আওতায় আনার পাশাপাশি গত ত্রিশ বছরে ৭০ কোটি লোককে দারিদ্রমুক্ত করেছে। তিনি বলেন যে, এটি একটি সমাজের ভিত্তি যা উত্থিত হয় এবং আরোহণ করে। সূত্র: সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন