বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যানচলাচল বন্ধ

সড়কের ওপর পড়ে আছে বটগাছ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৩ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী পাঁচপীর বাজারে কালবৈশাখীর তাণ্ডবে শতবর্ষি একটি বটগাছ ব্যস্ততম রাস্তার ওপড়ে পড়ার প্রায় দু’দিন হতে চললেও গাছটি সরানো হয়নি। সে কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারীরা চলাফেরা করতে বাধ্য হচ্ছে। এছাড়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, গাছটি দ্রুত না সরালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানায়, গত ৬ এপ্রিল উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কালবৈশাখীর তাণ্ডবে বাজারের পূর্বপাশের সড়কের ওপর গাছটি পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পড়ে থাকা গাছটির নিচে অনেকে ব্যবসা করছে। ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই বললেই চলে। স্থানীয় আ.লীগ নেতা আব্দুল কুদ্দুছ জানান, উপজেলার সবচেয়ে বড় হাট পাঁচপীর। প্রতিদিন কয়েক হাজার মানুষ বাজারে কেনাকাটা করতে যায়। বাজারের প্রাণকেন্দ্রের শতবর্ষি বটগাছটি পূর্বপাশের সড়কের ওপর পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অনেকে কষ্ট করে চলাফেরা করছে। অতিদ্রুত গাছটি সরানো একান্ত প্রয়োজন। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া জানান, উপজেলা প্রশাসন সরেজমিন গাছটি দেখে গেছে। জনসাধারনের সুবিধার জন্য গাছটি সরানো একান্ত প্রয়োজন। কিন্তু এটি উপজেলা পরিষদের কাজ, এখানে ইউনিয়ন পরিষদের কোনো হাত নেই। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ জানান, গাছটি নিলামে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন