আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চে অবৈধ সুতিজালে অবাধে মাছ শিকার করা হচ্ছে। পাবনার চাটমোহর এলাকার বিভিন্ন জোলা, নদনদী এবং চলনবিলাঞ্চের নদীগুলোতে অবাধে অবৈধ সুতিজালে অসাধু ব্যক্তিরা ছোটবড় সব রকমের মাছ নিধন করে যাচ্ছে। চলনবিলের চিকনাই, আত্রাই, গুমানী নদীসহ কয়েকটি নদী ও এর সংযোগ নালাগুলোর পানি প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধ সুতিজাল পেতে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এ সক সুতিজালে ছোট বড় সব প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ছে। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ হতে সুতিজাল উচ্ছেদে অভিযান চালালেও তা আবার থমকে যায়। নালা, খাল, নদনদীতে এপার-ওপার বাঁশের তালাইয়ের বেড়া দিয়ে মাঝে কিছু ফাঁকা রাখা হয়। ফাঁকা জায়গায় পাতা হয় সুতিজাল। ২০/৩০ মিনিট পর পর সেসব জাল তুলে মাছ সংগ্রহ করা হয়। প্রতিদিন রাতে প্রচুর পরিমাণ মাছ নিধন করা হচ্ছে। জানা যায়, সরকারি দলে প্রভাবশালী এবং আইনশৃঙ্খলা রক্ষা সংস্থার ছত্রছায়ায় এসব কাজ নির্বিঘেœ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন