শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হারিয়ে যাওয়া তালগাছ ফিরিয়ে আনার অভিনব উদ্যোগ

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে

গ্রাম এলাকা থেকে প্রায় হারিয়ে যাওয়া ‘তালগাছ’কে আবারো ফিরিয়ে আনতে বগুড়ার শিবগঞ্জ পৌর মেয়র এক অভিনব উদ্যোগ নিয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে তিনি তালের আঁটি সংগ্রহের জন্য প্রতিটি তালের আঁটি ১ টাকার বিনিময় মূল্য ধার্য করেছেন। সম্প্রতি এই তালের আঁটি সংগ্রহ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ হাজার তালের আঁটি সংগৃহীত হয়েছে বলে জানা গেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ ১২ কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ১০ হাজার পরিবেশবান্ধব তালের আঁটি রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জোরে শোরে পৌরবাসীর কাছ থেকে তালের আঁটি সংগ্রহ অভিযান চলছে। প্রতিটি আঁটি এক টাকা করে বিনিময় মূল্যে কিনে নেওয়া হচ্ছে। কোথাও বেশি আঁটির মজুদ থাকার সংবাদ পেলে পৌরসভা থেকেই লোক পাঠিয়ে তা কিনে আনা হচ্ছে। প্রাথমিক ভাবে বানাইল-কানুপুর, শব্দলদীঘি-কলুমগাড়ী, শিবগঞ্জহাট-বেড়াবালা, অর্জুনপুর-গরীবপুর, তেঘরী-আঁচলাই, ছোটহাটপাড়া-মড়াগারিয়া ও শব্দলদীঘি-পনেরোটিকা সড়কসহ প্রায় ১২ কিমি. সড়কের দুই পাশে ১০ হাজার তালের আঁটি রোপণ করা হবে জানা গেছে। শিবগঞ্জ পৌরসভার অফিস সহকারী বদিউজ্জামান জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার আঁটি সংগ্রহ করা হয়েছে। বাকি তালের আঁটি ২৫ সেপ্টেম্বরের আগেই সংগ্রহ করা সম্ভব হবে। এ বিষয়ে মেয়র তৌহিদুর রহমান মানিক বলেছেন, ‘যতœ আর পরিচর্চার অভাবে পরিবেশবান্ধব তাল গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। তাছাড়া রাস্তা বা ক্ষেতের আইলে তাল গাছ লাগানো হলে তা ফসলের কোন ক্ষতিও করেণা।’ তিনি বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ পৌর এলাকায় তাল গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন