মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এখনও টিআরপির শীর্ষে ‘মিঠাই’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০২ এএম

সৌমিতৃষা কুন্ডু আর আদৃত রায় অভিনীত ‘মিঠাই’ ভারতের বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে শীর্ষ স্থান বজায় রেখেছে। মিঠাই আর সিদ্ধার্থ’র বিবাহবিচ্ছেদের নাটকীয়তা কাহিনীতে টানটান আকর্ষণ সৃষ্টি করে রেখেছে। ‘অপরাজিতা অপু’ এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে আছে। টিআরপির তৃতীয় স্থানে আছে দুই ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ এবং ‘যমুনা ঢাকি’। সঙ্গীত আর যমুনার সম্পর্কে পরের ধারাবাহিকে দর্শকদের যেমন আটকে রেখেছে তখন শ্যামার আর হারিয়ে যাওয়া যমজ ছেলে কাহিনীতে বাড়তি আবেদন যোগ করেছে। সন্তান জন্ম দেবার সময় শ্যামা তার স্মৃতি হারিয়ে ফেলেছিল তখন তার আশ্রয়দাত্রী লক্ষ্মী চাচী দুর্বলতার সুযোগ নিয়ে তার ছেলেকে বিক্রি করে দিয়েছিল। লক্ষ্মী চাচি মৃত্যুশয্যায় তার যমজ ছেলের কথা কৃষ্ণকলিকে জানিয়ে দেয়। তার ওপরে অশোক জেল থেকে ছাড়া পেয়ে পরিবারে আবার জায়গা করে নিয়েছে, তাতে আরও নাটকীয়তা যোগ হয়েছে। দিতিপ্রিয়া রায় অভিনীত ‘করুণাময়ী রাণী রাসমণি’রয়েছে চার নম্বর অবস্থানে; এই ধারাবাহিকটি এখন শেষ হবার পথে। টিআরপি তালিকার প্রথম চার স্থানেই রয়েছে জি বাংলার পাঁচ ধারাবাহিক। পঞ্চম অবস্থানে আছে স্টার জলসার ‘খড়কুটো’। ফ্যামিলি ড্রামা ধারা ধারাবাহিকটিতেও বেশ নাটকীয়তা যোগ হয়েছে সাম্প্রতিক কাহিনীধারায়। আদিলের সঙ্গে বন্ধুত্ব গুনগুনকে এক কঠিন সঙ্কটে ফেলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন