জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইমদাদুল হক। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের এই ডিনকে আগামী চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম বলেন, উনি যেদিন থেকে দায়িত্ব নেবেন সেদিনই দায়িত্ব পাবেন।
২০১৩ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করা প্রফেসর ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৯ মার্চ। এরপর ভিসির রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন ট্রেজারার প্রফেসর কামালউদ্দিন আহমদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন