সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘পানিবদ্ধতা নিরসনে সহযোগিতা চাই’

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১২:০০ এএম

ময়মনসিংহ সিটি করপোরেশনে পানিবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় তিনি নগরীর লিচু বাগান, নাসিরাবাদ কলেজ রোড এবং কেওয়াটখালী পশ্চিমপাড়া এলাকার পানিবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। গতকাল বুধবার দুপুরে মেয়র মো. ইকরামুল হক টিটু এসব এলাকা পরিদর্শন করে নগরবাসীর সাথে কথা বলে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি পানিবদ্ধতা নিরসনে সকল ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, পানিবদ্ধতা নিরসনে আমরা গুরুত্বের সাথে কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু অঞ্চলে পানিবদ্ধতার স্থায়ী সমাধান করা হয়েছে। তবে নতুন অর্ন্তভুক্ত এলাকায় পরিকল্পনার মাধ্যমে স্থায়ী পানিবদ্ধতার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, নাগরিকগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া পানিবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। তাই নগরবাসীকে ড্রেনে আবর্জনা না ফেলা এবং নির্ধারিত জায়গায় বাড়ি করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. শফিকুল ইসলাম মিন্টু, মো. আব্বাস আলী মন্ডল, সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, জীবনকৃষ্ণ সরকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন