চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরে ইয়াবাসহ প্রেমিক যুগল আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাটমোহর থানা পুলিশ মাদক পল্লী হিসেবে খ্যাত গ্রাম কুবিরদিয়ার থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রেমিক যুগলকে আটক করেছে। আটককৃতরা হলো চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামের বাবুল প্রাং-এর ছেলে রাশেদ (২৫) ও নাটোর জেলার বড়াইগ্রামের সংগ্রামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোমেনা (১৮)। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কুবিরদিয়ার থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। রাশেদ মোমেনা প্রেমিক যুগল হিসেবে পরিচয় দিলেও তারা পেশাদার মাদক বিক্রেতা বলে পুলিশ জানায়। এছাড়া গত সোমবার চাটমোহর রেল স্টেশন এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় পুলিশ স্থানীয় মহরমখালী গ্রামের আঃ করিমের ছেলে মামুন (১৯) ও ঈশ্বরদী উপজেলার আড়কান্দি গ্রামের আফজালের ছেলে আরিফ (২২)-কে পুলিশ আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেন।
মন্তব্য করুন