শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিস্তার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদী জমি

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আমন ক্ষেত, আবাদী জমি ও গাছপালা। এতে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় গত ৩ সপ্তাহে ওই গ্রামের বাদশা মিয়ার ৮৫ শতক, নওশা মিয়ার ৬০ শতক, সুলতান আলীর ৭২ শতক, হাকিম মিয়ার ৭০ শতক, জলিলের ১ একরসহ অনেকের আমন ক্ষেত, আবাদী জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কৃষকরা আগাম ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন নদী ভাঙার আতঙ্কে। কৃষক বাদশা মিয়া বলেন, ৮৭ শতক জমি নদী গর্ভে বিলীন হলে তিনি পথে বসবেন। আলমবিদিতর এর ইউনিয়নের চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গার উদ্যোগে তিস্তা নদী শাসনের জন্য সম্প্রতি ১২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আগামী শুকনা মৌসুমে নদী শাসনের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আর নদী ভাঙবে না বলে তিনি মনে করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন