শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সেতু হলেও কমেনি জনভোগান্তি

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২৭ লাখ টাকার সেতুটি এখন পানির নিচে। কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে জাকির হোসেন স্ মিল যাওয়ার পথে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণ করা হলেও চলাচলের কোন রাস্তার ব্যবস্থা না থাকায় উক্ত সেতুটি হ্রদের মধ্যে ডুবে হাবু-ডুবু খাচ্ছে। সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ দিয়ে সাধারণ লোকের যাতায়াতের দরুন বিদ্যালয়ের শিক্ষার্র্থীদের পড়া-লেখার পরিবেশ বিঘœ হওয়ার ফলে স্কুল কর্তৃপক্ষ বিকল্প একটি পথের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের নিকট লেখা-লেখির পর স্কুলের সামনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্র্র্থায়নে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণ করা হলেও যাতায়াতের জন্য সেতুর দু’পাশে কোন সড়কের ব্যবস্থা না থাকায় সাধারণ লোকজন ও স্কুল শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেতুটি পানির নিচে পড়ে আছে। সূত্রে জানা যায় বাজেট না থাকায় সড়কের কাজ করা হয়নি। বাজেট হলে সেতুর দু’পাশের সড়ক নির্মাণ করা হবে। উল্লেখ্য ৩মে ২০১৬ তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলার সাবেক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার উক্ত সেতুটির উদ্বোধন করে। এলাকার সকলের প্রত্যাশা অতিদ্রুত এ সেতুর বাকি অংশটুকুও সম্পন্ন করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন