শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লা মডার্ণ হাইস্কুলের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করে এতোদিন যারা মডার্ণ হাইস্কুলের কোটি কোটি টাকা লোপাট করেছে তাদের বিচার অভিভাবকরাই করবে। কুমিল্লার মানুষ যাতে তাদের সন্তানদের মানসিক প্রশান্তি নিয়ে এখানে লেখাপড়া করাতে পারে এ লক্ষ্য নিয়ে আগামীদিনে মডার্ণ হাইস্কুল হবে যুগোপযোগী, মানসম্মত ও মাধ্যমিক পর্যায়ের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। গত সোমবার কুমিল্লা মডার্ণ হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। স্কুল পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি আরফানুল হক রিফাতের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মমতাজ বেগম। অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার আরো বলেন, আপনার সন্তান শিক্ষার সুষ্ঠু পরিবেশে মানুষ হোক এটা আমরা চাই। কিন্তু বিগত দিনে এই মডার্ণ স্কুল নিয়ে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় যা ঘটেছে তা বিবেকবান মানুষ মেনে নেবে না। স্কুল ফান্ডের হিসাবে গড়মিল। কোটি কোটি টাকা আত্মসাত করেছে। বর্তমান এডহক কমিটি কাগজপত্র পর্যালোচনা করে দেখেছে স্কুলের কোটি কোটি টাকা লোপাট করেছে ওইসব দুর্নীতিবাজরা। গত দুই বছরে অভিভাবকদের সন্তানদের বেতনের টাকা ১৪ কোটি ৫১ লাখ দাঁড়ালেও ব্যাংকে পাওয়া গেছে মাত্র ৬৬ লাখ টাকা। এভাবে গত ২৩ বছরে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তিনি বলেন, আগামীদিনে স্বচ্ছতার সাথে এই স্কুল পরিচালিত হবে। মডার্ণ হাইস্কুলকে আরও মডার্ণ করে গড়ে তোলা হবে। আগামীতে নির্বাচিত কমিটি আসলে কুমিল্লা শহরের বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোর সাথে সমন্বয় রেখে বেতন ও অন্যান্য ফি নির্ধারণ করা হবে। এমপি বাহার আগামীদিনে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে আগ্রহী সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, অভিভাবকরাই সিদ্ধান্ত নেবেন ভালো মানুষ নাকি দুর্নীতিবাজরা এ স্কুল পরিচালনা করবে। আগামীদিনে নির্বাচিত কমিটির মতামত পেলে মডার্ণ হাই স্কুলকে সরকারি করণের ব্যাপারে সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন