মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অর্থাভাবে সময়মত হাসপাতালে নিতে না পারায় এক নারীর ৩ নবজাতকই মৃত্যুবরন করলো

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ২:৫২ পিএম

বরিশাল ব্যুরো/ বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের ৬ ঘন্টা পরেই মৃত্যুবরন করলো এক মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া ৩টি ছেলে সন্তান। গত শণিবার বিকেলে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ৩টির জন্ম দেন সেলিনা বেগম নামক এক নারী। সে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের দিনমজুর ফারুক বেপারীর স্ত্রী।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরাজ হায়াত সাংবাদিকদের জানান, সেলিনা বেগমের সাড়ে ৬ মাস বয়সে অকাল গর্ভপাত হয়েছে। জন্ম নেওয়া ৩ শিশুর প্রত্যেকের শারীরিক ওজন ছিল এক কেজিরও কম। তাছাড়া তাদের শ্বাসকষ্টও ছিল। যে কারনে জন্মের পর পরই উন্নত চিকিৎসার নবজাতকদের বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছিল।
ডা. শাহরাজ হায়াত জানান, অর্থাভাবে ফারুক মিয়া যথাসময়ে নবজাতকদের শেবাচিম হাসপাতালে নিতে পারেননি। শনিবার রাত ৮টার দিকে হিজলা থেকে রওনা হয়ে রাত ১২টার দিকে শেবাচিম হাসপাতালে পৌঁছায়। পৌছানের পর ৩ নবজাতককে আইসিইউ’তে নেয়ার আগেই তাদের মৃত্যু ঘটে। তাৎক্ষনিক অর্থ জোগার করে শেবাচিম হাসপাতালে নিতে পারলে সন্তান তিনটিকে বাঁচানো যেতো বলে জানিয়েছেন শিশুদের বাবা ফারুক মিয়া।
ফারুক মিয়ার স্ত্রী সেলিনা বেগমের প্রসব বেদনা শুরু হলে শুক্রবার বেলা ২টার দিকে তাকে হিজলা উপজেলা সদরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। বিকাল ৪টার দিকে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর পরই ৩টি পুত্র সন্তান প্রসব করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন