শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাট কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি চক্রের ৫ সদস্য আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ২:৪১ পিএম

জয়পুরহাট জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে রেলস্টেশনে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের হাতে হাতে আটক করে।

আটকরা হলো জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম(৪৫) আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন(৩২) তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪) সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রিত টিকিট দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে বিষয়টি পুলিশের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেল স্টেশন এলাকা, কেন্দ্রীয় মসজিদ মার্কেট,চিত্রা রোড এবং বিগ বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন