শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রথম জুম’আতে মুসল্লীদের ভিড় ছিল সিলেটে মডেল মসজিদে, শতভাগ কাজ এখনো শেষ হয়নি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ৫:২৯ পিএম

প্রথম জুম’আ আদায় হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মডেল মসজিদে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরো ৫০ টি মডেল মসজিদের সাথে এ মসজিদটিও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ জুম’আয় এ মসজিদে নামাজ পড়তে দুর দূরান্তের মুসল্লীরা ভিড় করেছিলেন। দৃষ্টিনন্দন এ মসজিদটির প্রতিটি ধাপে রয়েছে শৈল্পিক ছোঁয়া। দৃষ্টি কেড়েছে উপস্থিত মুসল্লীদের। নামাজ শেষে মুসল্লীরা ব্যস্ত হয়ে উঠেন ফটোসেশনে। মসজিদের প্রথম জুম’আ যেমন একটি ইতিহাস, তেমনি সেই জুম’আতে শরিক হওয়া অনেকে মনে করছেন সৌভাগ্যের বিষয়। সেকারনে উপচেপড়া ভিড় ছিল জুম’আর নামাজে। সুউচ্চ মিনারের সিড়ি বেয়ে মুসল্লীরা উপভোগ করেছেন, আধুনিক স্থাপনার নির্মাণ কৌশল। সেই সাথে ক্লি ক্লি ফটো তোলার পোজ। বেলা প্রায় পৌনে ২টায় জুম’আর নামাজে ইমামতি করেন হাফিজ আব্দুল বাছিত সেলিম। জুম’আ নামাজে মুল্লীদের কাতারে ছিলেন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হক, সিলেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেন প্রমুখ। এদিকে, সিলেটে মডেল মসজিদ উদ্বোধন হলেও শতভাগ নির্মাণ কাজ শেষ এখনো। পুরো কাজ শেষ করতে আরও সপ্তাহ তিনেক লাগবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আর উপজেলা প্রশাসন বলছে, গণপূর্ত থেকে এখনও মসজিদটি হস্তান্তর না করায় ইমাম নিয়োগ সহ মসজিদের আনুসাঙ্গিক কার্যক্রম শুরু হয়নি। জেলা গণপূর্ণ অফিসের সহকারি প্রকৌশলী মো. ইকবাল শিকদার বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তাড়াহুড়ো করে কিছু কাজ করা হয়েছে। এসব কাজে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না তা এখন পরীক্ষা করা হবে। ত্রুটি থাকলে নেওয়া হবে সারিয়ে। এসব কাজে আরও প্রায় সপ্তাহ তিনেক লাগতে পারে। মাস খানেকের মধ্যে আমরা মসজিদটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারবো বলে আশা রাখি। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হক বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মসজিদটি উদ্বোধন করলেও গণপূর্ত থেকে এটি এখনও আমাদের কাছে হস্তানস্তর করা হয়নি। ইমাম-মোয়াজ্জিন নিয়োগ সহ আনুসাঙ্গিক কার্যক্রম শুরু হয়নি। তবে আমরা এখানে নামাজের কার্যক্রম শুরু করে দেবো। উপস্থিত মুসল্লিদের মধ্যেই ইমামতি করবেন একজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন