প্রথম জুমা আদায় হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মডেল মসজিদে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০টি মডেল মসজিদের সাথে এ মসজিদটিও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার জুমায় এ মসজিদে নামাজ পড়তে দূর দুরান্তের মুসল্লিরা ভিড় করেছিলেন।
দৃষ্টিনন্দন এ মসজিদটির প্রতিটি ধাপে রয়েছে শৈল্পিক ছোঁয়া। দৃষ্টি কেড়েছে উপস্থিত মুসল্লিদের। নামাজ শেষে মুসল্লিরা ব্যস্ত হয়ে ওঠেন ফটোসেশনে। মসজিদের প্রথম জুমা যেমন একটি ইতিহাস, তেমনি সেই জুমাতে শরিক হওয়া অনেকে মনে করছেন সৌভাগ্যের বিষয়। সে কারণে উপচেপড়া ভিড় ছিল জুমার নামাজে। সুউচ্চ মিনারের সিড়ি বেয়ে মুসল্লিরা উপভোগ করেছেন আধুনিক স্থাপনার নির্মাণ কৌশল।
জুমার নামাজে ইমামতি করেন হাফেজ আব্দুল বাছিত সেলিম। মুল্লিদের কাতারে ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন