শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জীবনের নিরাপত্তা দাবি

টাঙ্গাইলে নারীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে বিশ^াস বেতকা এলাকার মৌসুমী মাহমুদা নামে এক নারী সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌসুমী মাহমুদা বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ায় বিশ্বাস বেতকা মৌজায় নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। বাড়ি কেনার ক্রেতারা আমার সাথে কথা বলে চলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর তাদের হুমকি দেন। আমার জমি কিনলে তাদের হাত পা কেটে ফেলারও হুমকি দেন। মোর্শেদ আমার বাড়িটি ২০-২৫ লাখ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করতে বলেন। তবে, আমার বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা। আতিকুর রহমান মোর্শেদকে বাড়ি দিতে অস্বীকার করলে তিনি আমাকে বলেন, অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। অন্যথায় প্রাণে মেরে ফেলা ফেলবেন বলে হুমকি দেন। পরবর্তীতে আমি গত বছরের ২০ অক্টোবর নিজের পরিবারের সকালের নিরাপত্তার কথা উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর ২৩ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এমনকি আমার মামলার সাক্ষি চাচাতো ভাইয়ের স্ত্রী তৃষাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন মোর্শেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মৌসুমী মাহমুদার মা মাহমুদা আলী, ভাবি সুমাইয়া আক্তার তৃষা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন