নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। থানার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা পুলিশিং-এর সদস্য সচিব কাজী হাফিজুর রহমান, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, হিমায়েত হোসেন হিমুসহ পৌরসভার কাউন্সিলর, ইউপি মেম্বর, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও গ্রাম্য পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন