বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লাভজনক হলেও পাঁচবিবির আখ চাষীরা চাষে আগ্রহ হারাচ্ছেন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোশারফ হোসেন (মজনু), পাঁচবিবি (জয়পুরহাট) থেকে

জয়পুরহাটের পাঁচবিবি আখচাষ লাভজনক হলেও চাষিরা আখচাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে জয়পুরহাট চিনিকলের ঋণের পাল্লা দিন দিন ভারি হচ্ছে। পাঁচবিবি সাব-জোনের উপ-সহকারী কর্মকর্তা আ. রউফের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাঁচবিবি জোনের অধীন চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ১৭৭৫ একর নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার প্রায় অর্থেক ৯৭৫ একর জমিতে আখ চাষ হয়েছে। আরো জানান, সরকার আখচাষিদের উৎসাহী করতে ৩ ভাগে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। এসটিভি পদ্ধতিতে চাষ করলে একরপ্রতি ৩৩শ’ টাকা, প্রদর্শনী চাষিকে ৩৮শ’ টাকা ও সাথী ফসল চাষিদের ৪৪শ’ টাকা অফেরতযোগ্য আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। এছাড়া লাভজনক হওয়ার পরও চাষিরা আখচাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি আরো জানান, লক্ষ্য অর্জন না হলেও ফলন ভালো হওয়ায় ঘাটতি কিছুটা পুষিয়ে নেবে। অনীহা বিষয়ে চাষিদের সঙ্গে কথা বললে তারা আখচাষ লাভজনক স্বীকার করলেও সবজি চাষে বেশি লাভ হওয়ায় আখচাষ থেকে সরে যেতে শুরু করেছেন। এছাড়া সঠিক সময়ে পুঁজি না পাওয়া, আখের অর্থ সঠিক সময়ে না পাওয়ায় তারা সবজি চাষকে লাভজনক ভেবে আখচাষ কমিয়ে দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন