শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পল্লীবিদ্যুতের কর্মচারী পরিচয়ে প্রতারণা

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে রেনু বেগম (৪০) নামের এক গৃহবধূর কাছ থেকে পল্লীবিদ্যুতের কর্মচারী পরিচয়ে বকেয়া বিলের কথা বলে ১৪ হাজার ৮০০ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। পরে পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ওই গৃহবধূর কাছে বিল নিতে এলে প্রতারণার বিষয়টি ধরা পরে। গতকাল বুধবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। প্রতারণার স্বীকার ওই গৃহবধূ জানায়, তাদের বাড়ির জুলাই ও আগস্ট মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিলো। সকালে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর কর্মচারী পরিচয় দিয়ে রাহাত (২০) নামের এক যুবক বাড়িতে বিলের টাকা আনতে যায়। পরে ওই গৃহবধূ বলেন, কয়েকদিন পরে টাকা দিতে পারবো এখন পারবো না। এ সময় ওই যুবক বিদ্যুৎ লাইন কেটে দেয়ার উদ্যোগ নিলে ওই গৃহবধূ পাশের বাড়ি থেকে ১৪ হাজার ৮০০ টাকা ধার নিয়ে ওই যুবককে দিলে তিনি বিলের কাগজে একটি মোবাইল নাম্বার লিখে ও স্বাক্ষর করে তড়িঘড়ি করে চলে যায়। কিছুক্ষণ পরে পল্লীবিদ্যুৎ-এর কর্মচারী শাহাজান বকেয়া বিলের টাকা নিতে গেলে ওই গৃহবধূ বিপাকে পড়ে। পরে ওই গৃহবধূ সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ ও রাজস্ব) ফায়সাল হোসেনকে বিষয়টি জানালে তিনি তাকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া পরামর্শ দেন। এদিকে পল্লীবিদ্যুৎ-এর গ্রাহকরা অভিযোগ করে বলেন, পল্লীবিদ্যুৎ-এর কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় প্রতারকরা গ্রাহকদের কাছে প্রতারণা করে টাকা তুলে নিয়ে গেলেও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি। এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। এ বিষয়ে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী জেনারেল ম্যানেজার ফায়সাল হোসেন জানান, গ্রাহকদের স্বার্থে প্রতারণা ঠেকাতে আমরা গে-া এলাকায় মাইকিং করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন