দিনাজপুুরের পার্বতীপুর উপজেলার ব্যস্ততম হলদীবাড়ী রেলগেটের ব্যরিয়ার। এখান দিয়ে প্রতিদিন কয়েকশ যানবাহন পার হয়। গতকাল শনিবার সকাল ১১টায় ব্যরিয়ার খোলা রাখা অবস্থায় পার হয় একটি ট্রেন। স্থানীয়রা ট্রেন আসার শব্দ পেয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা কবল থেকে রক্ষা পায় সেখানে থাকা যানবাহনের অনেক যাত্রী।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, গেটম্যান হোটেলে নাস্তা করার জন্য গেলে গেট দুটি খোলা ছিল। ইতোপূর্বেও আরো ৫ বার এমন ঘটনা ঘটেছিল। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে এই গেটের তিন গেটম্যান কে দ্রুত অপসারণের কথা জানায়।
ঘটনার বিষয়ে গেট কিপার জাহাঙ্গীর আলম কোন কথা বলতে রাজি হননি। এ বিষয় পার্বতীপুর রেলের এসএসএই/ওয়ে আল আমিন জানান, গেট কিপার জাহাঙ্গীরের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে গেটের দুটি ব্যারিয়ারের একটি লাগানো সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন