বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল বুধবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রাম থেকে আ. মন্নান হাওলাদার (৭০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে। আ. মন্নান হাওলাদার কালিকাবাড়ি গ্রামের মৃত রহেন উদ্দিন হাওলাদারের ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর হতে বের হয়ে আর ফেরেননি। ঘরে ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে একটি গাছের সাথে তার লাশ ঝুলতে দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মন্নান হাওলাদারের লাশ উদ্ধার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তে জন্য তার লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি নজরুল ইসলাম সরদার (৩৫)-কে মঠবাড়িয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত সোমবার চাঁদপুরের মহামায়া এলাকা থেকে গ্রেফতার করেছে। চাঁদপুর থেকে মঙ্গলবার মঠবাড়িয়া থানায় নিয়ে আসলে গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কবুতর খালী গ্রামের এক প্রতিবন্ধী দম্পতির সাত বছরের শিশু কন্যাকে গত ১৭ আগস্ট একই গ্রামের বখাটে লম্পট নজরুল ইসলাম চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় ধর্ষণে সহযোগিতা করায় গোলাপী বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার শিশুটির মা-বাবা প্রতিবন্ধী হওয়ায় স্থানীয় চৌকিদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন