শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুজিববর্ষ উপলক্ষে হিজলায় আলোচনা সভা

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে বাঙালির মুক্তির সনদ ৬ দফা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক হিজলা উপজেলা চেয়ারম্যান শুলতান মাহমুদ টিপু শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আ.লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুছ।
সভায় তিনি ১নং হরিনাথপুর ইউনিয়নের আ.লীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খাঁনের নৌকা মার্কার পক্ষে ভোট চান। অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুছ আরো বলেন, এমপি পংকজ নাথ বিদ্রোহী প্রার্থী তৌফিকুর রহমান শিকদারের পক্ষ হয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে খুনসহ নানা অপকর্মের প্রশ্রয় দিচ্ছে। যার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদ্রোহীপ্রার্থী তৌফিকুর রহমান শিকদারকে দলের শৃৃৃৃঙ্খলা রক্ষার্থে নৌকা মার্কার পক্ষে যোগদান করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেন।
নির্দেশ অমান্য করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সভায় ঘোষণা করেন তিনি। এছাড়া সভায় বক্তব্য দেন, বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিম, অ্যাড. মনসুর আহমেদ, আব্দুল লতিফ খাঁন প্রমুখ। সভায় নেতাকর্মীসহ দুই হাজারের অধিক মানুষ উপস্থিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন