স্বল্পপরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে নতুন কোনো করারোপ ছাড়াই যশোরের কেশবপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ৪৮ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৪৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ৪৮ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৪৩২ টাকা এবং ৪৭ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। পৌরসভার প্রস্তাবিত বাজেট সভায় সভাপতিত্ব করেন মেয়র রফিকুল ইসলাম। বাজেট ঘোষণার সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, আ.লীগের সহ-সভাপতি তপন কুমার ষোষ মন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব মো. মোশারফ হোসেন, কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, আতিয়ার রহমান, আফজাল হোসেন বাবু, কামাল হোসেন, কবির হোসেনসহ সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন