শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় এক কিশোরের আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১:৫২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাবা মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছে রাব্বি মাতুব্বর ১৮ নামের এক কিশোর। মঙ্গলবার সন্ধ্যায় টিয়াখালী ইউপির ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় বিষ পান করে রাব্বি অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃতঃ রাব্বি উপজেলার বালিয়াতলী ইউপির আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে।

মৃতের ভাই আনিস মাতুব্বর জানান রাব্বি পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতো। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুই দিন ধরে রাব্বি গোসল না করায় বাবা-মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে রাব্বি রাতে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন