শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অবৈধ দখল থেকে মুক্ত হল সান্তাহার জংশনের জায়গা

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১২:০১ এএম

আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে জংশনের জায়গা থেকে অবশেষে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। কয়েকবার চেষ্টা করেও জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যায়নি।

রেলওয়ে সুত্র জানায়, সান্তাহার রেলওয়ে জংশনের বরাদ্দ জায়গায় ভাড়া বকেয়াসহ নানা অনিয়মের কারণে গত বৃহস্পতিবার অভিযান চালনো হয়। রেলওয়ের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও সান্তাহার নেসকো কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সান্তাহার রেলওয়ে কাচারী অফিসের কানুনগো মহসিন আলী সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেলের জায়গায় নির্মাণ করা দোকানের ভাড়া বকেয়াসহ নানা অনিয়মের কারনে আটজন দোকান মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে দীর্ঘ দিন ভাড়া বকেয়া রাখার অপরাধে শহরের স্টার হোটেলের মালামাল জব্দ করে হোটেলটি রেলওয়ের হেফাজতে নেয়া হয়।
এছাড়া অভিযানে ভাড়া বকেয়া ও লাইসেন্সের নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা দখল রাখার অপরাধে ১৬টি দোকান সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। এসব দোকানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর রেলওয়ে পুলিশ পাহারা দিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন