শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
‘পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নয়, পরীক্ষা পদ্ধতিতে সহনশীলতা চাই’ এই সেøাগানকে সামনে রেখে পূর্বের ছয় বিষয়ের পাশাপাশি নতুন একটি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উম্মে হাবিবা জাহী, পিয়াল, অনামি, ইমরোজ রাতিম, রিজভি, সাদী, রুহান, নওশীন, অভিভাবক নাসরিন সুলতানা লিনা প্রমুখ। শিক্ষার্থীরা এ সময় সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে সেখানে শুয়ে পড়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় বক্তারা পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নয়, পরীক্ষা পদ্ধিতিতে সহনশীলতা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল দাবি করে ২০১৭ সালের পরিবর্তে এই পদ্ধতিতে ২০১৮ সাল থেকে কার্যকর করার জোর দাবি জানান। এসময় মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন