নগরীর আকবরশাহ এলাকা থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আজিজুর রহমান রনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের উপ অধিনায়ক (মিডিয়া) মেজর নাসির উল হাসান খান জানান, আকবরশাহ্ থানাধীন রূপনগর এলাকায় জনৈক ব্যক্তির পরিত্যক্ত দু’চালা টিনের ঘরের ভিতর মাদকদ্রব্য ও অস্ত্র সংরক্ষিত রাখা আছে এমন খবর দেন রনি। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় র্যাবের চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সংবাদদাতা আজিজুর রহমানের দেখানো মতে নির্মাণাধীন বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রীর নীচ থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
পরবর্তীতে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় র্যাবের কাছে টেলিফোনকারী রনির সাথে এক ব্যক্তির দীর্ঘদিন যাবত খাস জমি দখলসহ স্থানীয় আরো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলমান রয়েছে। এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে ওই ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে ফাঁসানোর জন্য আগ্নেয়াস্ত্র ও গুলি সে নিজে থেকেই বর্ণিত স্থানে লুুকিয়ে রেখে র্যাব সদস্যদের সংবাদ দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন