যমুনা নদীতে জেলের জালে আটকা পড়লো একটি বিশাল বাঘাইর মাছ। মাছটি ৫৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৪৭ কেজি ৩০০ গ্রাম।
গতকাল রোববার সকালে পাবনার কাজিরহাট উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি কাজিরহাটের তিরোমনি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলে কালিদাস সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের দেলোয়ার হোসেনের মাছের আড়তে মাছটি নিয়ে আসেন। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে উম্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৩০০ টাকায় কিনে নেন।
ব্যাবসায়ী নুরু শেখ জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেন।
পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত ঢনাঢ্য ব্যাবসায়ীর নিকট পাঠিয়ে দেন। তাকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভসহ টাকা পাঠিয়ে দেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন