শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটির ওয়াবদা ল্যান্ডিং মোড়ের বাহাদ হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এসএস পাইপ ৬টি ও ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোÑ মো. মিলন হোসেন (২৮), মো. সারোয়ার হোসেন ওরফে অপূর্ব (২৬), মো. আমিন উদ্দিন জনি (২৭), মো. বাবু (২০), মো. ইকবাল হোসেন (১৯), মো. আরিফ হোসেন (২৬), মো. রবিন (১৮)। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক। র‌্যাব-১১’র এএসপি মো. সম্রাট তালুকদার এ তথ্য জানান। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন