শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পিরোজপুরে ১৯টি নৌকা, ১০টি স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত

প্রথম দফা ইউপি নির্বাচন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৪:৩৮ পিএম

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পিরোজপুরে প্রথম দফার ইউপি নির্বাচন । এ ধাপে পিরোজপুরে ৩২ টি ইউনিয়নে যারা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন। এতে ১৯টি নৌকা, ১০টি স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারী ভাবে নির্বাচিতদের তথ্য নিশ্চিত করেছে জেলার ৭ টি উপজেলার ইউনিয়ন নির্বাচনের রিটানিং অফিসারবৃন্দ।
পিরোজপুর উপজেলায় ৪ টি ইউনিয়নে নির্বাচিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে নৌকা প্রতীকে আজমীর হোসেন মাঝি, কদমতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ শিহাব হোসেন আনারস মার্কা , টোনা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আল ইমরান হারুনর রশিদ,কলাখালী ইউনিয়নে হেদায়েতুল ইসলাম কিরন ।
ইন্দুরকানী উপজেলায় ১ টি ইউনিয়নে নির্বাচিত হয়েছে। ইন্দুরকানী উপজেলায় বালিপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী কবির হোসেন বয়াতি ।
নাজিরপুর উপজেলায় ৪ টি ইউনিয়নে নির্বাচিত হয়েছে। নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মোশারেফ হোসেন খান , শেখমাটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আতিয়ার রহমান চৌধুরি নান্নু ,মালিখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ রুহুল আমিন দাড়িয়া বাবলু,মাঠিভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম বিলু।
নেছারাবাদ উপজেলায় ১০ টি ইউনিয়নে নির্বাচিত হয়েছে । নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী সাঈদুর রহমান,সোহাগদল ইউনিয়নে নৌকার প্রার্থী আঃ রশিদ,স্বরূপকাঠী সদর ইউনিয়নে নৌকা প্রার্থী আলামিন পারভেজ, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিঠুন হাওলাদার, জলাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী তৌহিদুল ইসলাম, দৈহারী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী জাহারুল ইসলাম,গুয়ারেখা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রব সিকদার, সমুদয়কাঠী ইউনিয়নে নৌকা প্রতীক হুমায়ুন ব্যাপারী, সুটিয়াকাঠী ইউনিয়নে নৌকা প্রতীকে রুহুল আমিন আসীম এবং সারেংকাঠীতে ইউনিয়নে নৌকা প্রতীকে নজরুল ইসলাম ।
ভান্ডারিয়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসন মঞ্জু’র জেপি সমর্থিত সাইকেল প্রতীকের ধাওয়া ইউনিয়নের সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা মিয়ালকাঠী ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে মেজবাহ উদ্দিন আরিফ, গৌরিপুর ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে মজিবুর রহমান চৌধুরী এবং ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এনামুল করিম পান্না নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এর আগে ওই উপজেলার তেলিখালী ইউনিয়নে আ’লীগ সমর্থিত মো. শামসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঠবাড়িয়া উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তুষখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, বেতমোড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন আকন, আমড়াঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শারমিন জাহান, সাপলেজা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মিরাজ মিয়া এবং গুলিশাখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম ঝনো নির্বাচিত হয়েছেন।
কাউখালী উপজেলায় ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কাউখালী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আমড়াঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. জাহাঙ্গির হোসেন নির্বাচিত হয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন