আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সে হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের বছিরউদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার সকালে আড়াইহাজার বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার আহরপাড়া এলাকায় ছাত্রীকে তার শয়ন কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক ফারুককে বিয়ের জন্য চাপ দেয়া হয়। বিয়েতে রাজি না হয়ে উল্টো ধর্ষিতার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয় এবং স্থানীয় পর্যায়ে মীমাংসার নামে টালবাহানা শুরু করে। বিচার না পেয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে রাতে থানায় মামলাটি দায়ের করেন। ধর্ষক ওমর ফারুককে গতকাল শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন