বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নীলফামারীতে কর্মশালা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীতে বাল্যবিবাহ মুক্ত অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, ল্যাম্ব-প্লান পার্টারশীপ প্রকল্পের যৌথ আয়োজনে ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার ইমামের সভাপতিত্বে কর্র্মশালায় বক্তব্য রাখেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক বোরহান মৃধা, টেকনিক্যাল অফিসার এনামুল হক, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু সুরক্ষা ও শিশু অধিকার প্রধান তানিয়া নুসরাত জামান, ল্যাম্ব পার্বতীপুরের উপদেষ্টা ডা. র্কিস প্রিন্সার, প্লান পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। কর্মশালায় বাল্যবিবাহ মুক্ত নীলফামারী সদর এবং জলঢাকা উপজেলার অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। কর্মশালায় জেলা ও উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, ঈমাম-পুরোহিত, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন