বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝগড়া থামাতে গিয়ে আহত কাশেমের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত কাশেমের (৫৬) মৃত্যু হয়েছে। গত ২১ জুন উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাশেম মানিকপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। শুক্রবার বিকালে তার লাশ গ্রামের বাড়ি পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ জুন বাড়ির ওপর দিয়ে পানি পড়া নিয়ে উপজেলার চৈতনকান্দা গ্রামের ইউসুফ ও স্বপনদের মাঝে প্রথমে তর্কবিতর্ক হয়। এসময় ইউসুফের স্ত্রী সুফিয়া প্রতিপক্ষের একজনকে মারধর করে। এ সংঘর্ষে ৩/৪ জন আহত হয়। আহতরা বেশিরভাগই স্বপনের লোক। এদিকে ঘটনা থামাতে পাশের গ্রামের কাশেম ঘটনাস্থলে গেলে ইফসুফের লোকজন তার ওপরই হামলা করে। হামালায় কাশেম আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নেয়ার পর শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার পরই হামলায় আহত কাশেমের ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে থানায় একটি হত্যার চেষ্টার মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলোÑ ইফসুফ, তার ছেলে ইয়াছিন, জিলানী ও স্ত্রী সুফিয়া বেগম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন