বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফতুল্লায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর যৌতুক ও নারী নির্যাতন মামলায় স্বামী মো. আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফ হাসান ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ ঢালী পাড়ার নাছির ঢালির পুত্র।

গতকাল দুপুরে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার নারী নির্যাতন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে ও যৌতুকের অভিযোগ এনে আরিফ হাসানের শ্বশুর মোক্তার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।


জানা যায়, মো. মোক্তার হোসেনের মেয়ে মেহেরুনের সাথে ধর্মগঞ্জ ঢালী পাড়ার নাছির ঢালির পুত্র আরিফ হাসানের ২০১৯ সালের অক্টোবর মাসে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে মেহেরুনকে স্বামী আরিফ যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। মেহেরুনের সুখের কথা চিন্তা করে বাবা মোক্তার হোসেন জামাই আরিফকে বিভিন্ন সময় পর্যায়ক্রমে কয়েক দফায় প্রায় ২০ লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। তারপরেও প্রায় সময় যৌতুকের দাবিতে মেহেরুনকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতো আরিফ। গত দুই মাস আগে মেহেরুন স্বামীর নির্যাতন থেকে বাঁচতে বাবার ধর্মগঞ্জ ঢালিপাড়াস্থ বাসায় চলে আসে।

অপরদিকে আরিফ হাসান তার সাবেক প্রেমিকা দোলনকে গোপনে বিয়ে করে। এ ঘটনা জানতে পেরে চলতি মাসের ২২ তারিখ বিকেলে মেহেরুন তার শ্বশুর বাড়িতে গেলে স্বামী আরিফ হাসান তাকে বেদম প্রহার করে। ঘটনার সংবাদ পেয়ে মেহেরুনের বাবা ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন