আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন এবং এসিটি বাক্সবন্দি প্রায় ১ বছর। আমতলী উপজেলার দুই লক্ষাধিক মানুষের এক্স-রের চিকিৎসা ব্যবস্থা নেই ১ জানুয়ারি ২০১৭ সাল থেকেই। ঢাকা-আমতলী-কুয়াকাটা-তালতলী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এছাড়াও পার্শ্ববর্তী তালতলী, কলাপাড়া, বরগুনাসহ অন্য এলাকা থেকেও রোগীরা সেবা নিতে আসেন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে এক্স-রে মেশিনটি নষ্ট ও বাক্সবন্দি থাকায় চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের।
খোঁজ নিয়ে জানা যায়, পূর্বের মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বার বার চিঠি চালা চালি করায় সরকার গত ১৮.১০.২০২০ ইং তারিখে ৮ লাখ ৮৭ হাজার ৬শ’ ৭২ টাকা মূল্যের একটি এনালক এক্স-রে মেশিন বরাদ্দ হলেও বাক্সবন্দি অবস্থায় আমতলী হাসপাতালের পুরাতন ভবনে বৃষ্টির পানিতে ভিজে পরিত্যক্ত কক্ষে পরে আছে প্রায় ৯ মাস ধরে। এসব কারণে গত ৫ বছর ধরে এক্স-রে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, এক্স-রে মেশিনের রুমটি ড্যাম্প থাকায় মেশিনটি সেট করা যাচ্ছে না। আমি উর্ধ্বতন কর্মকর্তার নিকট লিখেছি যাতে রুমটি সংস্কার করে মেশিনটি সেট করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন