শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্বাস্থ্যঝুঁকির মধ্যেই চলছে বিদ্যালয়ের পাঠদান

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০২ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে জিনিয়াস স্কুল অ্যান্ড কোচিং এর বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পাঠদান চলমান রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কলেজ রোড সংলগ্ন জিনিয়াস স্কুলে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য বিধি না মেনেই শিক্ষার্থীদের পাঠদান চলছে। এসময় কোনো শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। এমনকি ঐ সকল প্রতিষ্ঠানের শিক্ষকরাও মুখে মাস্ক ব্যবহার না করেই ক্লাশ নিচ্ছেন। ছিল না হাত ধোয়ার সাবান, পানির ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজার। এসময় সামাজিক দূরত্বও মানা হচ্ছে না।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারের নির্দেশনা অমান্য করে ও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে নিজেদের খেয়াল খুশিমতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে পাঠদান করছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজরদারি দেখা যাচ্ছে না। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালক ও মানসুরাবাদ মাদরাসার সহকারি শিক্ষক মো. মুতাচ্ছিম বিল্লাহ বলেন, পাঠদান শুরু করা হয়নি। শুধু কোচিং চালু রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালীদ বলেন, ইউএনও’র সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, এ বিষয় আমার জানা নেই। সরেজমিনে গিয়ে সত্যতা পেলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন