মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্দরে মুন্নীর আত্মহত্যার ঘটনায় যুবলীগ নেতা জুম্মান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:২৫ এএম

বন্দরে এক সন্তানের জননী মুন্নী শেখের আত্মহত্যার ৭ দিন পর থানায় মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মুন্নীর বাবা মনির হোসেন বাদী হয়ে সোমবার (২৮ জুন) রাতে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে বহু অপকর্মের হোতা জুম্মানকে।

পুলিশ মঙ্গলবার (২৯ জুন) ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মান (৪৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুম্মান ওই এরাকার রাজা মিয়ার ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছের জানান, গ্রেপ্তারকৃত জুম্মানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী মুন্নি শেখ আত্মহত্যার ঘটনার ১৩ দিন পূর্বে তার ৬ বছরের একটি সন্তান নিয়ে কল্যান্দী এলাকার নার্গিস বেগমের বাড়ীতে ভাড়া আসে। ওই সময় তার স্বামী সাথে গৃহবধূর সাথে পারিবারিক কলহ চলছিল। পরে গত ২১ জুন রাতে গৃহবধূ মুন্নী শেখ স্বাভাবিক ভাবেই তার ঘরে সন্তানসহ ঘুমাতে যায়। ওই সময ওই গৃহবধূ অজ্ঞাত কারনে ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন